
খেলা ডেস্ক: বিশ্ব দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২ এর খেলা শুরু হচ্ছে শুক্রবার। অনলাইন প্লাটফর্মের এ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ খেলছে পুল ‘এ’ তে। প্রতিপক্ষ ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জার্মানি, বেলারুশ, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, তুর্কমেনিস্তান ও কিরগিজস্তান।
বাংলাদেশের প্রতিযোগিতা শুরু হচ্ছে জার্মানির বিপক্ষে খেলা দিয়ে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে বিশ্ব দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২ এর খেলা। শুক্রবার, শনিবার ও রোববার পুল ’এ’ এর খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দল
অধিনায়ক-ড. শোয়েব রিয়াজ আলম ও অতিরিক্ত অধিনায়ক-আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।
খেলোয়াড়-গ্র্যান্ডমাস্টার নিয়াজন মোরশেদ, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।