বৃষ্টিপাতের ধারা থাকতে পারে আরও দুদিন

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয়। আজও তা সক্রিয় ছিল। এর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে সোমবার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৮০ মিলিমিটার। বাকি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী দুদিন বৃষ্টিপাতের এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।

‘মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।’

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সূত্র: জাগো নিউজ…