ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের কারণে ভারতে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৪৯ জনে দাঁড়িয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৩৯ জন।

আন্তর্জাতিক জরিপ ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬০০। মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৭৭৪ জন।

ভারতীয় চিকিৎসকদের মতে, দেশ জুড়ে করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। এর ফলে নতুন আক্রান্তরা সামনে আসছেন। তবে পুরো ভারতের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে বেশি। সেখানকার পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৭৪ জন। সেখানে মৃত্যুও হয়েছে ১১০ জনের।

মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। সেখানে ৯০৩ জন করোনায় আক্রান্ত রোগী হয়েছেন। মধ্যপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৭৬ জন বেড়ে ৪৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২০৭।

সূত্র- আনন্দবাজার