খেলা ডেস্ক: প্রথম আসরের সেমিফাইনাল থেকে বাদ, দ্বিতীয় আসরে রানার্সআপ- দক্ষিণ এশিয়ার যুবাদের ফুটবল টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে এবার কি করবে বাংলাদেশ? আগের দুই আসরের পারফরম্যান্সের উত্তরণ তো বলছে এবার ট্রফি নিয়েই ঘরে ফেরা উচিত বাংলাদেশের। সে স্বপ্ন পূরণে লাল-সবুজ জার্সিধারী যুবাদের জিততে হবে আর দুটি ম্যাচ। একটি সেমিফাইনাল ও অন্যটি ফাইনাল।
সেমিফাইনাল জিতলে তো ফাইনাল। অন্তত রানার্সআপ ট্রফিটা ধরে রাখতে বাংলাদেশকে পেতে হবে ফাইনালের টিকিট। যে টিকিটের জন্য বাংলাদেশের সঙ্গে লড়বে ভুটান। আগামীকাল (শুক্রবার) সকাল সোয়া ১১টায় নেপালের কাঠমান্ডুতে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে বিকেল ৩ টায় খেলবে ভারত ও মালদ্বীপ।
নেপাল এই টুর্নামেন্টের প্রথম দুইবারের চ্যাম্পিয়ন। এবার আয়োজক হয়েও সেমিফাইনালে দর্শক হিমালয়ের দেশটি। মালদ্বীপের সঙ্গে ড্র করে আর ভুটানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নেপালিরা।
এই টুর্নামেন্টের আগের দুই আসরেই দেখা হয়েছিল বাংলাদেশ ও ভুটানের। দুইবারই জয়ী দলটির নাম বাংলাদেশ। ২০১৫ সালে এই নেপালেই ২-০ গোলে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ৩-০ গোলে হারে ভুটান।

