
ফাইল ছবি
ধলাই ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গোপন বৈঠক চলাকালীন জামায়াতের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার বান্দ্রা গ্রামের একটি জামে মসজিদ থেকে তাদের গ্রেফতার করা হয়।
নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, শনিবার সকালে পৌর এলাকার বান্দ্রা গ্রামের একটি জামে মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালীন তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।