মুদির দোকানে যৌন উত্তেজক সিরাপ, দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: মুদির দোকানে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ রাখার দায়ে দিনাজপুরের বিরামপুরে তিন ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোতে থাকা দুই হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ ও একটি গোডাউন সিলগালা করা হয়। পরে জব্দকৃত বোতলগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিরামপুর থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, দীর্ঘদিন ধরে বিরামপুরে বেশ কিছু মুদির দোকানে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ বিক্রি করা হচ্ছিল। অভিযোগে পেয়ে বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার এলাকায় তিনটি মুদির দোকানে অভিযান চালানো হয়। এ সময় দুই হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ ও অনুমোদনহীন সেমাই উদ্ধার করা হয়। উপজেলার সব জায়গায় এ অভিযান অব্যাহত থাকবে।