মহাকাশ থেকে মার্কিন নির্বাচনে ভোট দিলেন তিনি

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের আগাম ভোটাধিকার প্রয়োগ করলেন এক মহাকাশচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বুথে ভোট দিলেন মার্কিন মহাকাশচারী কেট রুবিনস।

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা কেটের ভোটদানের একটি ছবি তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে।

নাসার প্রকাশিত ছবিতে দেখা যায়, স্পেস স্টেশনের ভেতর একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। এই বুথের বাইরে দাঁড়িয়ে আছেন কেট।

ভোট দেয়ার জন্য ই-মেইলে একটি ফরম পাঠানো হয়। সেটি পূরণ করে ই-মেইলে ফেরত পাঠান কেট। ই-মেইলের ঠিকানার কলামে লেখা হয় ‘লো আর্থ অরবিট।’

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কেট যে এবারই প্রথম ভোট দিলেন বিষয়টি তেমন নয়। বরং ২০১৬ সালেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকেই ভোট দিয়েছিলেন কেট। মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগের আইন আমেরিকায় পাস হয় ১৯৯৭ সালে।

করোনাভাইরাস মহামারি, অর্থনৈতিক সঙ্কট, বেকারত্ম, অভিবাসনসহ নানামুখী সঙ্কট মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রেসিডেন্ট প্রার্থীরা।