মৌলভীবাজারে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: মৌলভীবাজারে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রোববার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজারস্থ ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে গণপরিবহনে নিরাপদ দূরত্বে না বসা, মাস্ক পরিধান না করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করার অপরাধে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসন পরিচালিত এ অভিযান পরিচালনা করণ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।

এসময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ব্যাপারে সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন দিকি নির্দেশনা দেয়া হয়।