রাজনগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের মতবিনিময় ও সচেতনতামূলক সভা

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯

রাজনগর সংবাদদাতা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের এর উদ্যোগে পবিত্র রমদ্বান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ প্রচারের লক্ষে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সোমবার দুপুর সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীমহল ও ভোক্তা সাধারণকে নিয়ে মতবিনিময় ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ফখরুল ইসলাম। ভোক্তা অধিকার অধিদপ্তর, কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মাহমুদুর রহমান মামুন, মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যান, ছালেক মিয়া।
প্রধান অতিথি মোঃ ফখরুল ইসলাম অধিদপ্তরের কার্যক্রম সর্ম্পকে এবং ভোক্তা অধিকার আইন সর্ম্পকে আলোচনা করেন। তিনি সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা করার জন্য অনুরোধ জানান। তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ করন। সকল মানুষই ভোক্তা উল্লেখ করে সকলকেই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে কাজ করার জন্য আহবান করেন।