কমলগঞ্জে সড়ক অবরোধে জনদূর্ভোগ চরমে

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯

স্টাফ রিপোর্টার:  সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে সিলেট বিভাগের ডাকা সড়ক অবরোধের কবলে পরে অচল হয়ে পড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক। কোথাও কোথাও দু’একটি ছোট ছোট গাড়ী চললেও ভাড়া নেয়া হয় ২ থেকে ৩ গুন বেশী । এতে জনদূর্ভোগে পড়েছে শ্রমজীবী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা। সোমবার (২৯ এপ্রিল ) ভোর ৬ টা থেকে সিলেট ফেডারেশনের নেতা ও শ্রমিকরা ৩০২ ধারা বাতিল সড়ক দূর্ঘটনায় কেউ মরলে চালকের যাবজ্জীবন ও ক্ষতিপূরণ ৫ লাখ টাকা কমিয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকার করার দাবীতে করা সড়ক অবরোধের আন্দোলনের প্রভাব পড়েছে কমলগঞ্জ উপজেলা সদরেও। সিলেটের সাথে একাত্বতা পোষন করে সোমবার ভোর থেকে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় কমলগঞ্জ পরিবহন শ্রমিকরা। সকাল থেকে বিভিন্ন জায়গায় মিছিল বের করা হয়, মিছিল থেকে শ্রমিকরা স্লোাগান তোলে এ সব আমরা মানি না, মানব না,‘ফাঁসির রশি গলায় নিয়ে আমরা আর গাড়ি চালাবো না। এ বিধান বাদ না দিলে আন্দোলন চলছে চলবে। এছাড়াও দাবি মেনে না নেওয়া হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক নেতারা ।
জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন -২০১৮’ পাস হয়েছে। এ আইনে শ্রমিক স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে। আইনে সড়ক দূর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকি রয়েছে। এমনই অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। এর কারণে আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই বলেও জানান কমলগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক নেতারা।