ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য আব্দুল মতিন চৌধুরীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার (২২ মে) বেলা ২.৩০মিঃ নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি সংলগ্ন মাঠে মরহুমের কফিনে জাতীয় পাতাকায় আচ্ছাদিত করে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন কমলগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী(৯২) বার্ধক্যজনিতে রোগে গত সোমবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পতনঊষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পতনউষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান চৌধুরী ও তরিকুর রশীদ চৌধুরী শওকত এর পিতা।