লেবাননে ফিলিস্তিনি শরাণার্থী শিবিরে সংঘর্ষ, নিহত ৬

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরাণার্থী শিবির সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফাতাহ আন্দোলনের একজন কমান্ডারও রয়েছেন। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর সিদনে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের সরকারি অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলোর মধ্যে আইন আল-হিলওয়েহ ক্যাম্পে সংঘর্ষ শুরু হলে এ ঘটনা ঘটে।

শনিবার আল-শাবাব আল-মুসলিম গোষ্ঠীর একজন সদস্য নিহত হলে সহিংসতা শুরু হয় বলে ক্যাম্পের অভ্যন্তরের একটি সূত্র জানিয়েছে। এতে গ্রুপের নেতাসহ আরো ছয়জন আহত হন। পরে এই উত্তেজনা ও সহিংসতা রোববার সারাদিনই চলতে থাকে এবং ফাতাহ কমান্ডার আশরাফ আল-আরমাউচি ও তার চার সহযোগী নিহত হন।

এদিকে সহিংসতার সময় ছয়জন নিহতের পাশাপাশি লেবাননের বেশ কয়েকজন সেনাও আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইউএন এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফ্যুজিস ইন লেবানন (ইউএনআরডব্লিউএ)-এর পরিচালক ডরোথি ক্রাউস বলেছেন, শিবিরে সংস্থার সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি ‘সব পক্ষকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতিসংঘ প্রাঙ্গণের আইনকে সম্মান করার’ আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা