ডেস্ক রিপোর্ট: এবার বাজারে এসেছে পকেটওয়ালা শাড়ি। এই পকেট শাড়ি তৈরি করেছে ‘অনিন্দ্য’ নামের একটি অনলাইন শপ। মেয়েদের শাড়ি পরার ঐতিহ্য বেশ পুরনো। পোশাকে নানান বৈচিত্র ও বদল আনতেই এই পদক্ষেপ!
‘অনিন্দ্য’ এর স্বত্বাধিকারী নীলিমা সরকার বলেন, সব সময় শাড়ি নিয়ে কাজ করি বলেই হয়তো এই ভাবনাটা মাথায় আসে, শাড়ি পরতেও খুব ভালোবাসি; তবে শাড়ি পরে বাইরে দৌঁড়ে কাজ করা সম্ভব হয় না খুব একটা। যে কাজ তাতে ফোন সব সময় কাছে রাখতে হয়, যেহেতু ব্যবসাটা অনলাইন। একটা শাড়ি ডিজাইন করতে করতে জামার পকেট থেকে ফোন বের করছিলাম, তখনই মনে হচ্ছিল জামায় যদি পকেট থাকতে পারে, তাহলে শাড়িতে কেন পকেট থাকবে না?
নীলিমা আরো বলেন, যারা সব সময় শাড়ি পরেন তাদের জন্য হয়তো শাড়ির পকেটটি কাজে আসতে পারে। এ ছাড়া এটি স্টাইলে ভিন্নমাত্রা যোগ করবে বলে মনে হয়। এত কিছু চিন্তা না করেই শাড়ির পাড় লাগানোর জন্য যে কাপড় ব্যবহার করা হয় তার কিছু অংশ কেটে পকেটের ফরমা বানিয়ে জুড়ে দেই শাড়িতে।