ডেস্ক নিউজ: চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজম্যান্টে অতি সংস্কৃতমনা কেউ থাকলে হয়তো টসের পরই বলতেন, ৪০ ওভার খেলার দরকার নেই, শিরোপা দিয়ে দেয়া হোক মুম্বাই ইন্ডিয়ানসকে। কেননা এখনো পর্যন্ত আইপিএলের ১১ ফাইনালে টসে জেতা দলই শিরোপা জিতেছে ৮ বার।
এ ইতিহাস মাথায় রাখলে আইপিএলের দ্বাদশ আসরে হয়তো শিরোপা জিততে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসই। কেননা আসরের ফাইনাল ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতেছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাট করার।
এ ম্যাচে খেলতে নামার আগে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি চেন্নাই। তবে জয়ন্ত যাদভের পরিবর্তে মিচেল ম্যাক্লেনাঘানকে নিয়েছে মুম্বাই। দুই দলই এর আগে শিরোপা জিতেছে ৩ বার করে। ফাইনাল জিতে চতুর্থ শিরোপা ঘরে তোলার মিশনে খেলতে নামবে তারা।
মুম্বাই একাদশ: কুইন্টন ডি কক, সুর্যকুমার যাদভ, রোহিত শর্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, মিচেল ম্যাক্লেনাঘান, রাহুল চাহার, লাসিথ মালিঙ্গা এবং জাসপ্রিত বুমরাহ।
চেন্নাই একাদশ: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, দীপক চাহার, হরভজন সিং, ইমরান তাহির এবং শার্দুল ঠাকুর।