শ্রীমঙ্গলে উদযাপিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রদ্ধা ও ভালোবাসায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বৃহস্পতিবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে শ্রীমঙ্গল কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুক্রবার ভোরে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে প্রভাতফেরি করে কেন্দ্রিয় শহিদ মিনারে আসে।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল প্রমুখ। এদিকে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পৌর সভার কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করে ‘আমরা স্বেচ্ছায় রক্ত দেই’ নামক একটি স্বেচ্ছাসেবক সংগঠন।তাদের সহযোগিতা করে হেলথ লাইন ডায়গনস্টিক সেন্টার। প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করে দেয় তারা।