শ্রীমঙ্গলে মাতৃভাষা দিবসে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বই বিতরন

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভাষা সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় শ্রীমঙ্গল উপজেলার ৩০টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য তৈরী করা পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। খাসিয়া,গারো,মুনিপুরি,সাঁওতাল, সহ চা-বাগানে বসবাসরত ক্ষুদ্র-নৃ গোষ্ঠীরাশ্র

শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলা সম্মেলণ কক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের ভাষা সংরক্ষণের করনীয় বিষয় নিয়ে বিভিন্ন প্রস্তাব দেন