শ্রীমঙ্গলে পাঁচশত বছরের পুরাতন ঐতিহ্যবাহী নির্মাই শিববাড়ীতে দুধর্ষ চুরি!

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচশত বছরের পুরাতন ঐতিহ্যবাহী নির্মাই শিববাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় যে দুবৃর্ত্তরা গতকাল রাতের কোন এক সময়ে মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে পুজার কাজে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র ও টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে। স্থানীয় রিপন দাশ জানান সকালে মন্দিরে এসে প্রধান ফটকটি খোলা ও টিউবওয়েল চুরির বিষয়টি দেখতে পাই,পরে আমরা মন্দির পরিচালনা কমিটিকে বিষয়টি অবহিত করি।

মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জহর তরফদার ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল শাখার সাধারন সম্পাদক হরিপদ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তেমন ক্ষয়ক্ষতি হয় নি ৷ কিছু থালা বাসন ও টিউবওয়েলের মাথা চুরি গেছে ৷ আমাদের সোর্স লাগানো আছে আশা করছি অচিরেই আমরা দুবৃর্ত্তদের গ্রেফতার করতে সক্ষম হবো ৷
তবে এব্যাপারে এখনও কোন মামলা হয়নি ৷