ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর মহাজনপট্টির একটি ক্রোকারিজের গোডাউনে বুধবার দুপুরে আগুনের ঘটনা ঘটেছে। এতে পাশে থাকা কলোনির আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মো. রাফি জানান, মহাজনপট্টির কুশিয়ারা রেস্ট হাউজের পাশের একটি ক্রোকারিজের গোডাউন থেকে আগুনের সূত্রাপাত হয়।
এতে পাশে থাকা কলোনির আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চারটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো কাজ চলছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।
এদিকে, আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।