সুনামগঞ্জের নয়টি স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

ধলাই ডেস্ক: প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের জলাধারের পানিপ্রবাহ নিশ্চিত করতে সুনামগঞ্জে নদ-নদী, খালবিল ও জলাধারের স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন।

সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকায় সুরমা নদীর তীর দখল করে গড়ে ওঠা নয়টি অবৈধ স্থাপনা শ্রমিকরা হাতুড়ি-শাবল দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে উচ্ছেদ করে প্রশাসন।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত ডিসি (রাজস্ব) মোখলেছুর রহমান, অতিরিক্ত ডিসি (শিক্ষা ও আইটি) হারুনুর রশিদ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, সদর ইউএনও ইয়াসমিন নাহার রুমা, সদর ইউপি ভূমি অফিসের কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল, তহসিলদার কামাল হোসেন, সাব্বির আহমদ প্রমুখ।

জেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের জলাধারের পানিপ্রবাহ নিশ্চিত করতে এখন থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। পর্যায়ক্রমে নদ-নদী, খাল-বিল ও জলাধারের পানিপ্রবাহ বাধাগ্রস্থ করে গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দেয়া হবে।