সুনামগঞ্জে হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবসে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উড়ানো শেষে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিসি আব্দুল আহাদ, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, জেলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুলসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা হানাদার মুক্ত হয়েছিল। এই দিনে দেশ মাতৃকার মুক্তির টানে বাংলার দামাল ছেলেরা জীবন বাজি রেখে সারা বাংলাদেশের পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করে তাহিরপুর উপজেলা থেকে বিতারিত করে হানাদার মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। স্বাধীন বাংলায় লাল সবুজের জাতীয় পতাকা উড়ান মুক্তিকামী সোনার বাংলার সোনার ছেলেরা।