সেচের উন্নয়নে ১০২০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: জলবায়ু সহিষ্ণু খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং সেচের মাধ্যমে কৃষি ও মাছের উৎপাদন বাড়াতে বাংলাদেশকে প্রায় ১ হাজার ২০ কোটি টাকা (১২০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।

মঙ্গলবার (৯ মার্চ) বিশ্ব ব্যাংকের সদর দফতর এ ঋণ অনুমোদন দিয়েছে বলে বুধবার (১০ মার্চ) জানিয়েছে আন্তর্জাতিক এই আর্থিক প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়। পাঁচ বছর গ্রেস দিয়ে ৩৫ বছরে এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ জীবনধারণের জন্য কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে দুর্বল বা ক্ষতিগ্রস্ত করে দেয়। এই প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা আয় বৃদ্ধিও নিশ্চিত করবে। এছাড়া জীবনযাপন ও স্থানীয় অধিবাসীদের জলবায়ু সহনশীল করে তুলবে।’

বিশ্ব ব্যাংকের সিনিয়র এগ্রিকালচার স্পেশালিস্ট এবং এই প্রকল্পের টাস্ক টিম লিডার আবেল লুফাফা বলেন, ‘খাদ্য নিয়ন্ত্রণ ও ড্রেনেজ ব্যবস্থা কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ষা মৌসুমে পানি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং বর্ষা পরবর্তী শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতে ভূমিকা রাখবে এই প্রকল্প।’

সূত্র: জাগো নিউজ…