সৌদি বিমানঘাঁটিতে হামলা

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

ডেস্ক রিপোর্ট: মক্কা ও জেদ্দা শহরে ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর এবার সৌদি আরবের নাজরান প্রদেশের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। বুধবার সকালের দিকে হুথি সমর্থিত সামরিক বাহিনী নতুন করে এই ড্রোন হামলা চালায়।

সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের বিমানঘাঁটির হ্যাঙ্গারে এ হামলা চালানোর দাবি করে হুথি। এসব হ্যাঙ্গারে সৌদি সামরিক বাহিনীর যুদ্ধবিমান রাখা হয়।

ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা বলছে, বুধবার সকালে সৌদি আরবের নাজরানের বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের ওই বিমানবন্দরের একটি অস্ত্র গুদামে ড্রোন হামলা চালায়। হামলায় সেখানে আগুন ধরে যায়। হামলায় কাসেফ-২-কে কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে বলে জানায় হুথি।

ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর এক মুখপাত্র সৌদি আরবের ৩০০ টার্গেটে ড্রোন হামলা চালানোর হুমকি দিয়েছেন।

চলতি মাসের মাঝের দিকে ইয়েমেনের হুথি সমর্থিত বাহিনী সৌদি আরবের তেল পাইপলাইনে হামলা চালায়। এতে আরামকো তেল স্থাপনার একটি স্টেশন থেকে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পার্সট্যুডে।