হবিগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

ধলাই ডেস্ক: হবিগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামী-শাশুড়ি ও ননদসহ পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. জাহিদুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের হরমুজ আলীর ছেলে মো. রাসেল মিয়া, নিহতের ভাসুর মো. কাউছার মিয়া, শাশুড়ি তাহেরা বেগম, ননদ হোছনা বেগম ও জা রোজি বেগম। এরমধ্যে পলাতক রয়েছেন কাউছার মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর স্বামীর বাড়িতে নির্যাতনে খুন হন আয়েশা। এ ঘটনায় তার বাবা আব্দুস সাত্তার একটি হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী জানান, দীর্ঘ শুনানি শেষে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।