হরিণের মাংসসহ ৩ শিকারি আটক

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ তিন শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের ডাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার (৩২), রামপাল উপজেলার গোরম্বা বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ (৩৮)। আটক অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

কোস্ট গার্ডের অপারেশন কর্মকর্তা এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। অভিযানে একটি হরিণের মাথাসহ ৪৭ কেজি মাংস উদ্ধার করে। এ সময় হরিণ শিকারে সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষা, দস্যুদমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ চোরাচালান রোধে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতিতে রয়েছে।