১০ কোটি টাকার সীমানা পিলারসহ দুইজন ধরা

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া এলাকা থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের একটি ম্যাগনেট সীমানা পিলারসহ দুই পাচারকারীকে আটক করেছে । শুক্রবার ভোররাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা থানার বাগুটিয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) ও কুষ্টিয়ার কুমারখালী থানার বানিয়াঘড়ি এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে শাহীন আলম (৪৮)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের ম্যাগনেট সম্বলিত সীমানা পিলার বিক্রির উদ্দেশ্যে পাচারকারীরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার বাগুটিয়া এলাকায় অভিযান চালায় গেয়েন্দা পুলিশ।

এ সময় ওই গ্রামের একটি মেহগনি বাগান থেকে ২০ কেজি ওজনের ম্যাগনেট সীমানা পিলারসহ শাহীন আলম ও আব্দুর রাজ্জাক নামে দুই পাচারকারীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অপরাধের সঙ্গে জড়িত ছিল বলেও জানান তিনি।