১২ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

খেলা ডেস্ক: বিপিএলের এবারের ৭ম আসরটি অনুষ্ঠিত হচ্ছে একেবারেই নতুন ফরম্যাটে। অর্থাৎ পুরো বিপিএলের আয়োজন, ব্যবস্থাপনা, দল- সবগুলোই করবে বিসিবি। কোনো ফ্রাঞ্চাইজি নেই। বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এবারের টুর্নামেন্টের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল নামে।

তবে মাঝে কিছুদিন স্থবিরতা ছিল বিপিএল নিয়ে। এ নিয়ে প্রশ্নও দেখা দিয়েছিল, সময় মতো বিপিএল আয়োজন করা যাবে কি না- তা নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত আবারও বিপিএল নিয়ে বিসিবির তোড়জোড় শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে বিপিএল। সে লক্ষ্যেই এখন কাজ করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

তবে প্রশ্ন ছিল, বিসিবি যেহেতু দল তৈরি করবে, পরিচালনা করবে- তাহলে কবে, কখন এ বিষয়গুলো নির্ধারণ হবে? তারই খানিকটা ধারণা পাওয়া গেল আজ বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায়। আজ দুপুরে হঠাৎ করেই বিসিবিতে আসেন সভাপতি। এসেই বৈঠক করেন বিসিবি কর্মকর্তাদের সঙ্গে। এরপর বিকেল নাগাদ তিনি মিডিয়ার মুখোমুখি হন।

সেখানেই বিসিবি সভাপতি ঘোষণা দেন, আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। মূলত তখন থেকেই বিপিএলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে যাবে।

বিসিবি সভাপতি জানিয়েছেন, এবার বিপিএলে খেলার জন্য প্রচুর পরিমাণ বিদেশি ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন। সংখ্যাটাও জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি। এখন পর্যন্ত মোট ৩৯৩ জন বিদেশি ক্রিকেটার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

এর অর্থ দেশি তারকা ক্রিকেটারদের সঙ্গে বিদেশি তারকা ক্রিকেটাররা যুক্ত হলে এবারের বিপিএলের জৌলুস অনেকখানি বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই।