১ কোটি ৯০ লাখ টাকার আইসসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

ধলাই ডেস্ক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ কোটি ৯০ লাখ টাকার ৩৮০ গ্রাম আইসসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেফতার সেনোআরা বেগম কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের ১৪ নম্বর শেডের বাসিন্দা বাহাদুর আলমের স্ত্রী।

শনিবার বিকেলে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল।

তিনি জানান, শনিবার দুপুর ২ টার দিকে কুতুপালং ক্যাম্পের ফুলকলি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জি ব্লকের ১৪ নম্বর শেডের ৪ নম্বর বসত ঘরে অভিযান চালিয়ে ৩৮০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) রোহিঙ্গা মাদক ব্যবসায়ী সেনোআরা বেগমকে আটক করা হয়। উদ্ধারকৃত আইসের মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা। এ ব্যাপারে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।