কমলগঞ্জ প্রতিনিধি: ” বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এ স্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭অক্টোবর) সকাল ১০ টায় কমলগঞ্জ থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে সমাবেশ অনু্ষ্ঠিত হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আছলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এস এম আজাদুর রহমান, পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। বক্তব্য রাখেন মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, শিক্ষার্থী মিশু চক্রবর্তী প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, রমুজ মিয়া, গোলাম মুগ্নি মোহিত, রফিকুল ইসলাম রোহেল, নারী কাউন্সিলর মুছলিমা বেগম, শিউলী আক্তার শাপলা, আয়েশা সিদ্দিকাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষন ও নারী নির্যাতন প্রতিহত করতে হলে সামাজিক মূল্যবোধের প্রয়োজন সেই সাথে পরিবারের ছেলে মেয়েদের স্মার্ট ফোন ব্যবহার বন্ধ করতে হবে। এবং এ বিষয়ে অভিবাবকদেরও সচেতন হতে হবে।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের বিট পুলিশিং এলাকায় একযোগে সকাল ১০টায় এ কর্মসূচি পালন করে।