কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর নোয়াগাও তা’লীমুল কোরআন মাদরাসার রাহমানীয়া প্রাক্তন ছাত্র সংসদ এর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০১৯ সম্পন্ন হয়েছে।
সোমবার ১০ জুন মাদ্রাসায় মিলনায়তনে মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মাদ্রাসার স্বনামধন্য মুহতামীম, ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা নুরুল মুত্তাক্বীন জুনাইদ হাফিজাহুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মাদরাসার নাজিমে তা’লীমাত মাওলানা হোসাইন আহমদ খালেদ। আরও উপস্থিত ছিলেন জনাব শাহনুর আলী লস্কর, জনাব ফেরদৌস আহমদ চৌধরী, মাওলানা আব্দুস সামাদ সহ প্রাক্তন ছাত্ররা।
হাফিজ আল আমিন ও সালমান আহমদ সালেহ এর যৌথ সঞ্চালনায় প্রাক্তনদের থেকে আলোচনা পেশ করেন ক্বারী আলা উদ্দিন, মাওলানা আতিকুর রহমান আজিজী, হাফিজ ক্বারী আবু সাইদ আল আমিন, হাঃ সাইদুর রহমান, সহ প্রমুখ। রাহমানীয়া প্রাক্তন ছাত্র সংসদের পক্ষ থেকে মুহতামীম ছাব (দাঃবা) কে ছাত্ররা বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রধান করে।