ইনজুরি সময়ের গোলে শিরোপাজয়ের স্বপ্ন ভাঙলো বাংলাদেশের

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

খেলা ডেস্ক: ইতিহাস গড়া হলো না বাংলাদেশের ছেলেদের। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরাই থেকে গেলো লাল-সবুজের প্রতিনিধিদের। উত্তেজনায় ঠাসা প্রতিযোগিতার ফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ সমতায়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায়ও কাটে ওই ১-১ গোলের সমতায়। কিন্তু যোগ করা সময়ের গোলে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে বাংলাদেশের। উল্লাসে মাতে ভারত।

নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে আজ রোববার ভারতের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে গতবারের মতো এবারও রানার্সআপ হয়ে আসর শেষ করে বাংলাদেশ।

খেলার শুরু থেকেই উত্তেজনা বিরাজ করতে থাকে দু’দলেই। খেলার দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিক্রম প্রতাপ সিংয়ের নৈপূণ্যে লিড পায় ভারত।

২১তম মিনিটে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দল। এতে ভারতের গুরকিরাত সিংকে সরাসরি লালকার্ড দেখান ম্যাচ রেফারি। আর দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়।

সমতায় ফেরার লড়াইয়ে ৪০তম মিনিটে সফল হয় বাংলাদেশ। প্রতিপক্ষের জাল খুঁজে নেন ইয়াসিন আরাফাত। গোল উদযাপনেও বিপত্তি ঘটে বাংলাদেশের। উল্লাস করতে গিয়ে জার্সি দিয়ে মুখ ঢেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইয়াসিন। নয় জনের দলে পরিণত হয় বাংলাদেশ।

বিরতির পরেও সমান তালে লড়তে থাকে দুই দলই। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে কোন দলই আর গোলে দেখা পায়নি। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে বাংলাদেশকে স্তব্ধ করে দিয়ে গোল করে ভারতীয় শিবির। ২-১ গোল ব্যবধানে জয় নিয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক এই প্রতিযোগিতার শিরোপার স্বাদ পায় ভারত।

এর আগে, ২০১৭ সালের প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার পথে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ছিলো বাংলাদেশ।