
ছবি সংগৃহীত
ফিচার ডেস্ক: ইসলামিক পঞ্জিকা অনুযায়ী, আরবি মুহররম মাসের দশম দিনকে আশুরা বলা হয়। এটি ইসলাম ধর্ম অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কেন এই দিন এতো গুরুত্বপূর্ণ? আসুন জেনে নেই তার কারণ-
১. এ দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন। আর এ দিনেই কিয়ামত সংঘটিত হবে।
২. এ দিনে হজরত আদম (আ.) বেহেশত থেকে দুনিয়ায় নেমে আসেন।
৩. মহররমের ১০ তারিখে আল্লাহ আদমের (আ.) দোয়া কবুল করেন।
১১. ফেরাউন তার দলবলসহ নীল নদের পানিতে ডুবে মারা যায় এ দিনে।
১২. হজরত ঈসাকে (আ.) মহররমের ১০ তারিখ আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে যান।
১৩. মহররম মাসের ১০ তারিখ কারবালার বিয়োগান্ত ঘটনার অবতারণা হয়।
১২. হজরত ঈসাকে (আ.) মহররমের ১০ তারিখ আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে যান।
১৩. মহররম মাসের ১০ তারিখ কারবালার বিয়োগান্ত ঘটনার অবতারণা হয়।