ইতালিতে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, ২ পাইলট নিহত

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: ইতালির বিমানবাহিনীর দু’টি উড়োজাহাজের মধ্যে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উড়োজাহাজ দুটির দুই পাইলট নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ মার্চ) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, রাজধানী রোমের উত্তর-পশ্চিমে প্রশিক্ষণ মহড়ায় মাঝ আকাশে সংঘর্ষের ঘটনায় দুই উড়োজাহাজের পাইলট নিহত হয়েছেন।

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পাইলট ইউ-২০৮ প্রশিক্ষণ উড়োজাহাজে এবং তারা একটি প্রশিক্ষণ মিশনে ছিলেন।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

জর্জিয়া মেলোনি বলেছেন, প্রশিক্ষণের সময় গুইদোনিয়ার কাছে দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই পাইলটের মৃত্যুতে আমরা মর্মাহত।

নিহত পাইলটদের পরিবার ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।

ইউ-২০৮ হালকা, এক ইঞ্চিনের উড়োজাহাজ। এগুলো পাইলটসহ চারজন যাত্রী বহন করতে পারে। এই উড়োজাহাজের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।

সূত্র: দ্য লোকাল