ইরাকে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা, নিহত ১

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে কয়েক দফায় রকেট হামলা চালানো হয়েছে। এ হামলায় একজন বেসামরিক ঠিকাদার নিহত ও অন্তত আরও আটজন আহত হয়েছেন।

সোমবার রাতে দক্ষিণাঞ্চলের প্রধান শহর এরবিলের কাছাকাছি কিরকুক প্রদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের ওপর এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা, যেখানে মার্কিন বাহিনী ও তাদের ইরাকি ও কুর্দি মিত্রদের সঙ্গে ইরানের সমর্থনপুষ্ট মিলিশিয়া বাহিনীগুলোর উত্তেজনা উত্তরোত্তর বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরের কাছাকাছি বেশ কিছু বেসামরিক এলাকায়ও রকেট এসে পড়েছে।

কুর্দি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাতে এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অন্তত তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমানবন্দরের কাছে আগুন ধরে যেতে দেখা গেছে।

বেসামরিক এই বিমানবন্দর সংলগ্ন একটি সামরিক ঘাঁটিতেই মার্কিন সেনাদের অবস্থান। কুর্দি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এরবিল ও এর আশপাশে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

‘শরিয়া আওলিয়া আল-দাম’ নামের একটি গোষ্ঠী মার্কিন কর্তৃত্বাধীন ওই ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। তারা ইরাকে ‘মার্কিন দখলদারিত্বের’ ওপর হামলা চালিয়েছে বলে দাবি করলেও নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেনি।