কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

ধলাই ডেক্স নিউজ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। আজ মঙ্গলবার ( ২৩ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে এবং সুচনা প্রকল্প, সৃর্যের হাসি ক্লিনিক,imsrhr and mnh(PHD)সহযোগীতায় ও উপজেলার সকল কর্মকর্তাদের সমন্বয়ে একটি র্যলি বের করা হয়। র্যলি শেষে পুষ্ট বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। আশরাফুল আলমের সঞ্চালনায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডা: এ,বি,এম সাজ্জাদুর কবিরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবু বিশ্বজিত রায়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, এশিয়ান এজ কমলগঞ্জ প্রতিনিধি মুনায়েম খান, সাংবাদিক সুমেন সিংহ,দৈনিক দিনকালের কমলগঞ্জ প্রতিনিধি মোঃআহাদ মিয়া এছারও উপস্হিত ছিলেন স্বাস্থ্য ইন্সপেক্টর, গোপেন্দ্র শর্মা,স্বাস্থ্য সহকারী শ্যামকান্ত সিংহ, আহম্মদ আলী, সুচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা আব্দুল আলীম, মনিটরিং অফিসার সত্যজিৎ দেবরায়,গভারর্নেন্স অফিসার(সুচনা প্রকল্প) সাইকা উমাসি।জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯ খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন এই প্রতিপাদ্য নিয়ে বক্তারা আলোচনা করেন। ডা: এ,বি,এম সাজ্জাদুর কবির(এমবিবিএস,বিসিএস) বলেন একজন সুস্থ সবল মা কেবল একটি পুষ্ট শিশু জন্ম দিতে সক্ষম । মা শিশু ও কিশোরদের পুষ্টির কথা ভাবলে আমাদের পুষ্টিকর খাবারের কথা চিন্তা করতে হবে। পুষ্টি বিষয়ে সচেতন হলেই কেবল অপুষ্টির দুষ্ট চক্র হ্রাস পাবে।