ডেস্ক রিপোর্ট: আজকাল গৃহিণীদের জন্য কষ্টের কাজ হয়ে থাকে টাইলসের দাগ পরিষ্কার করা। আর এই দাগ এমনই জেদি হয়ে থাকে যে সহজে উঠতে চায়না। এর জন্য নানা রকম সামগ্রীও ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি, আপনার রান্না ঘরেই আছে এর সমাধান। টাইলসের দাগ উঠাতে ভিনেগারের জুড়ি নেই। বাথরুম বা ঘরের টাইলসের কঠিন দাগ থেকেও এর ব্যবহারে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিটি-
একটি স্প্রে বোতলে সমপরিমাণ ভিনেগার এবং পানি মিশিয়ে নিন। টাইলসে মিশ্রণটি স্প্রে করে ব্রাশ দিয়ে ঘষে নিন। দুটো টাইলসের জোড়ায় সবচেয়ে বেশি ময়লা জমে। পুরনো টুথব্রাশ দিয়ে জায়গাগুলো ভালোভাবে ঘষে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন টাইলস একদম পরিষ্কার হয়ে গেছে। প্রতিমাসে একবার এইভাবে টাইলস পরিষ্কার করুন।