ডেস্ক রিপোর্ট: ব্রিস্টলে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। অর্থাৎ প্রথমে ব্যাটিংয়ে নামবে পাকিস্তান।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয়টিতে উত্তেজনাকর এক লড়াই-ই উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।
পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, আসিফ আলি, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, জুনায়েদ খান।
ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, মঈন আলি, ইয়ন মরগান (অধিনায়ক), জো ডেনলি, টম কুরান, ক্রিস ওকস, ডেভিড উইলি, লিয়াম প্ল্যাংকেট।