তাহিরপুরে হাঁস চরানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
প্রতিকী ছবি

ধলাই ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে হাঁস চরানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণবড়দল ইউপির বড়দল নতুন হাটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

গুরুতর আহতরা হলেন রমিজ উদ্দিন, জাহির উদ্দিন, রফিক উদ্দিন, জাকির হোসেন, শফিক উদ্দিন। তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া নাসির উদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বড়দল গ্রামের রফিক উদ্দিন মাটিয়ান হাওরে তার খামারের হাঁসগুলো খাওয়াতে নিয়ে যান। সে সময় আরেক খামারি আলী আওয়ালের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় একই এলাকার সাফিজুল ও তার ছেলে আব্দুল হাসিম হাঁস চরানো নিয়ে রফিক উদ্দিনকে গালাগালি ও মারধর শুরু করেন।

পরে খবর পেয়ে রফিক উদ্দিনের লোকজন হাওরে গিয়ে তাকে না পেয়ে বাড়ি ফেরার পথে বড়দল নতুন হাটি এলাকায় সাফিজুল মিয়ার পক্ষে মনির উদ্দিন, সাইফুলসহ অন্যরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী তাদের  উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, খবর পেয়েছি। এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।