ডেস্ক রিপোর্ট: ইনজুরি ছিটকে দিয়েছে ব্রাজিলিয়ান দলের সেরা তারকা নেইমারকে। ঘরের মাঠে কোপা আমেরিকার স্কোয়াডে নেই তিনি। পিএসজি ফরোয়ার্ডের জায়গায় ব্রাজিল দলে নিয়েছে চেলসি উইঙ্গার উইলিয়ানকে।
গত বৃহস্পতিবার কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। পরীক্ষা নিরীক্ষার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, কোপা আমেরিকার আগে আর সুস্থ হয়ে উঠার সম্ভাবনা নেই এই তারকার। তবে তার বদলি হিসেবে কে দলে আসছেন, তখনও জানানো হয়নি।
অবশেষে নেইমারের বদলি কে সেটা জানিয়ে দিলেন ব্রাজিল কোচ তিতে। ইয়ংস্টার ভিনিসিয়াস জুনিয়রসহ বেশ কয়েকজনের নাম এসেছিল। তবে শেষপর্যন্ত অভিজ্ঞ উইলিয়ানের উপরই আস্থা রাখলেন তিতে। দেশের হয়ে ৬৫ ম্যাচে ৮ গোল আছে এই উইঙ্গারের।
গত ২৯ মে বাকুতে ইউরোপা লিগের ফাইনালে চেলসির হয়ে ম্যাচ খেলেছেন উইলিয়ান। যে ম্যাচে আর্সেনালকে হারিয়েছে তার দল। সেখান থেকে ইতোমধ্যেই ব্রাজিলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন এই উইঙ্গার। শনিবার সকালে পোর্তো অ্যালেগ্রিতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার। এখানেই হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ আছে ব্রাজিলের।
১৫ জুন কোপা আমেরিকা শুরুর আগে এটিই শেষ প্রীতি ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ব্রাজিল মুখোমুখি হবে বলিভিয়ার।