![যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট](http://dhalairdak24.com/wp-content/uploads/2020/02/4-2001191441.jpg)
খেলা ডেস্ক: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ৭ ফেব্রুয়ারি থেকে। রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচটি বাংলাদেশের কোনো চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্রডকাস্টিং পার্টনার টেন স্পোর্টস এই খেলার কাভারেজ করবে বলে এক প্রেস রিলিজে জানিয়েছে বোর্ডটি। ২৩টি হাই ডেফিনিশন ক্যামেরা দিয়ে খেলার চিত্রধারণ করা হবে। যার মধ্যে থাকবে ২ সুপার স্লো স্পিন ভিশন ক্যামেরা ও ১ আল্ট্রা হাই স্পিড ক্যামেরা।
এই টেস্টে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। হক-আই, বল ট্র্যাকিং ও আল্ট্রা মোশন ও স্টাম্প ক্যামেরাও থাকছে।
ধারাভাষ্যে থাকছেন পাকিস্তানের রমিজ রাজা, বাজিদ খান; বাংলাদেশ থেকে আতহার আলি খান, শামীম আশরাফ চৌধুরী এবং কিউই ধারাভাষ্যকার ড্যানি মরিসন।
সনিলিভ (sonyliv.com) এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে উপমহাদেশ থেকে সরাসরি দেখা যাবে ম্যাচটি।
টিভিতে দেখা যাবে:
পাকিস্তান: টেন স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা: সুপারস্পোর্ট
অস্ট্রেলিয়া: ফক্স স্পোর্টস
যুক্তরাষ্ট্র: উইলো টিভি
মালয়েশিয়া: অ্যাস্ট্রো
ক্যারিবীয় দ্বীপপুঞ্জ: টেন ক্রিকেট
দক্ষিণ-পূর্ব এশিয়া: সনি
ভারতীয় উপমহাদেশ: সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া।