
ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া ত্রিপুরা পল্লীতে বৃহস্পতিবার (২৫জুলাই) বিকাল ৫টায় ত্রিপুরা গ্রামবাসীর আয়োজনে ও ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় শুভেচ্ছা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা কল্যান সংসদ বৃহত্তর সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক শ্যামল দেবর্মার সঞ্চালনায় ডলুছড়া গ্রাম প্রধান হরেন্দ্র দেববর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি), উনার সহধর্মিণী বিশিষ্ট গীতিকার সঙ্গীত শিল্পী অনামিকা ত্রিপুরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের উপসচিব প্রকাশ কান্তি চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম।
এর আগে ডলুছড়া গ্রামের ত্রিপুরা আদিবাসীরা অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন। মতবিনিময় সভায় গ্রামবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনক দেববর্মা,অম্বালিকা দেববর্মা ও গ্রাম প্রধান হরেন্দ্র দেববর্মা প্রমুখ। সভা শেষে অতিথিরা ডলুছড়া গ্রামটি পরিদর্শন করে গ্রামের সার্বিক অবস্থা ঘুরে দেখেন।