ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের তাহিরপুরে টানা বর্ষণে শতাধিক স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়িতে পানি ঢুকেছে। এছাড়া পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলার বালিজুরী ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া জানান, যাদুকাটা নদীর পানি ঢুকে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। তাহিরপুর-সুনামগঞ্জ, তাহিরপুর-বাদাঘাট, বাদাঘাট-সোহালা, আনোয়াপুর-ফতেহপুর সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে যেকোনো সময় ভয়াবহ বন্যা হতে পারে।
উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাদিউজ্জামান বলেন, পাহাড়ি ঢলের পানি বিদ্যালয় ভবনের ভেতর ঢুকে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না। তাই স্কুল বন্ধ করা হয়েছে। একই অবস্থা উপজেলার অর্ধশত স্কুলের।
তাহিরপুরের উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, পানিবন্দী এলাকার মানুষ খুবই কষ্টে আছে। তাদের দ্রুত উদ্ধার করা হবে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।