কমলগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

কমলগঞ্জ প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচর্জা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন।

শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নরেন্দ্র কুমার দেব, মুন্সিবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি সত্যেন্দ্র পাল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক ও কলেজ) বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। পরে পুরস্কার বিতরণ করা হয়।