
ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় জেসমিন বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে তার স্বামী এ কাজ করেছেন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
গৃহবধূর স্বামীর পরিচয় এখনও জানা যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাছাড়া নিহতের মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। তার স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।