ধরা পড়ায় স্বর্ণের চেইন গিলে ফেলল ছিনতাইকারী

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: বিপদে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলাই স্বাভাবিক। কিন্তু এক ছিনতাইকারী ধরা পড়ার পরও উপস্থিত বুদ্ধি খাটিয়ে সবাইকে হতবাক করে ফেলেছে। ছিনতাই করা স্বর্ণের চেইন গিলে এখন হাসপাতাল হয়ে থানা হাজতে রয়েছে ধূর্ত এ ছিনতাইকারী।

বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার শাহবাগ থানার এএসআই সঞ্জয় বড়াল জানান, বুধবার বিকেলে এরিকা নামে এক নারী আইনজীবী হাইকোর্ট থেকে কাজ শেষে প্রাইভেটকার চালিয়ে মিরপুরের বাসায় যাচ্ছিলেন। তিনি রাজধানীর বাংলামোটর এলাকার সড়কে পৌঁছালে হালকা যানজটের সৃষ্টি হয়। তখন গাড়ি কাঁচ নামিয়ে রাখেন তিনি। এ সুযোগে তার গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে বাসে উঠে পড়ে ছিনতাইকারী মামুন। নারী আইনজীবীর চিৎকারে উপস্থিত লোকজন ছিনতাইকারীকে বাস থেকে নামিয়ে ধরে ফেলেন। এ সময় পুলিশ সেখানে গিয়ে মামুনকে নিজেদের হেফাজতে নেয়। টানাহেঁচড়ার এক ফাঁকে মামুন ছিনতাই করা চেইনটি গিলে ফেলেন।

তিনি আরো জানান, পুলিশের গাড়িতে করে ছিনতাইকারী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিত্সকরা প্রাথমিক পরীক্ষার পর জানান, ধাতব চেইনটি মামুনের পাকস্থলিতে রয়েছে। পরে তাকে হাসপাতাল থেকে থানা হাজতে নেয়া হয়।