
ছবি | ধলাইর ডাক
সময় পেরিয়ে সময়
নির্মল এস পলাশ
সেছিল আমার প্রিয়
অবারিত জোছনা রজনীতে
সংগোপনে অতৃপ্তি আলাপনে
একাকার সময় পেরিয়ে সময়।
কৃষ্ণচুড়া আর পলাশ বনে
প্রজাপতি হয়ে উড়ে – উড়ে,
উচ্ছল – উচ্ছ্বাসে স্বপ্নমেলায়
দিবানিশি নিমগ্ন মনপাখি।
সমুদ্র ছিল দুজনের প্রিয়
তাই বালুচরে বেধেঁছিলাম বাসা,
প্রেম ছিল সাগরের ঢেউয়ের মতো
উদ্দেলিত বাধনহারা।
হৃদপ্রবাহ অধীর উন্মুখ
অধর আর নয়নে অনুভবে,
বৃষ্টির সাথে ছিল মিতালী
সেইতো জলে – জলে ভাসি ।
পুস্পসম স্পর্শ, পুস্প চেয়ে সুগন্ধি
সুখ মাতালে হীম পরশ,
অপূর্বতায় উড়েছিলাম
শঙ্খচিল আর আমি
যুগ থেকে যুগান্তরে
হিমালয় হতে সাগত অতল
শেষ হয়েও হয়না শেষ
গোধুলী বেলার প্রথমার রেশ।
নিরবতার অনন্ত যাত্রায়
বহিছে সময় পেরিয়ে সময়।