রাজধানীতে ১৫ দিনেই ভাড়া‌টিয়াদের তথ্য নিবন্ধনের নির্দেশ

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: আগামী ১৫ দিনে মধ্যে রাজধানীর সব বাসার ভাড়া‌টিয়াদের তথ্য হালনাগাদ ও নিবন্ধন কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে পু‌লিশ।

রোববার ডিএমপি মি‌ডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান ডি‌বি‌র অ‌তি‌রিক্ত পু‌লিশ ক‌মিশনার হা‌ফিজ আক্তার।

তি‌নি জানান, অপরাধ দম‌নে পু‌লিশের বি‌ভিন্ন কৌশলের অংশ হিসেবে আবারো ভাড়া‌টিয়া হালনাগাদ শুরু হচ্ছে। এজন‌্য প্রয়োজনীয় ব‌্যবস্থা নিতে ৫০টি থানায় নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর বি‌ভিন্ন স্থান থেকে অপহরণ চক্রের ৯ সদস‌্যকে আটক করে গো‌য়েন্দা পু‌লিশ। অপহরণ চক্রটি অপহৃত‌দের বি‌ভিন্ন ভাড়া বাসায় আটকে রাখতো। এ কা‌র‌ণে আবারো ভাড়া‌টিয়া নিবন্ধন শুরু করছে পু‌লিশ।