ধলাই ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে ঝটিকা অভিযান চালিয়ে চারজন দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জুনু বেগম, মো. ইউসুফ, মো. রাসেল, মিলন।
ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, সারাদেশ থেকে এখানে রোগীরা চিকিৎসা নিতে আসেন। সব রোগীর আস্থার প্রতীক এ হাসপাতাল। হাসপাতালের বেড সংখ্যার চেয়েও চারগুণ বেশি রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সব সময় ওয়ার্ডসহ হাসপাতালের আনাচ-কানাচ রোগীতে পরিপূর্ণ থাকে।
তিনি আরো জানান, কোনো রোগীকে এ হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে ফেরত দেওয়ার নজির নেই। এরপরও হাসপাতালের ভেতরে কিছু দুষ্ট লোক প্রবেশ করে। তাদের চিন্তাভাবনা থাকে রোগীদের নানাভাবে হয়রানি করার। এরকম অভিযোগের কারণে হাসপাতালে গাইনি ওয়ার্ডের ভেতরে অভিযান চালানো হয়। সেখানে নারীসহ চার দালালকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।
আগামীতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ঢামেক হাসপাতালে পরিচালক।