কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে শৈব যোগী সংঘের ৯ম প্রতিষ্ঠবার্ষিকী ও যোগী সঞ্জীবন পরিষদের বর্ষপূর্তিতে বিশেষ জ্ঞানসভা-২০১৯ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১৪ জুন) উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিলস্থ “যোগীকুঞ্জ শিবাঙ্গন” প্রাঙ্গনে পূজা ও সমবেত প্রার্থনা, পবিত্র বেদমন্ত্র পাঠের মাধ্যমে জ্ঞানসভা শুরু হয়। শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: শ্রীনিবাস দেবনাথ (এম.বি.বি.এস, বেদান্ত, পৌরহিত্য, স্মৃতিতীর্থ) এর সভাপতিত্বে ও শিক্ষক পিংকু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যোগী সঞ্জীবন পরিষদের প্রধান প্রতিনিধি প্রবীন শিক্ষাবিদ মহেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্ত রঞ্জন দেবনাথ, রতিশনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষীরদ দেবনাথ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, যোগী সঞ্জীবন পরিষদের মহা সঞ্চালক শিক্ষক নিরোদ রঞ্জন দেবনাথ, আনন্দ মোহন দেবনাথ, ধরণী দেবনাথ, তরনী দেবনাথ, পরেশ দেবনাথ, আনন্দ দেবনাথ, রবীন্দ্র দেবনাথ, অভিনয় দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রুমা রাণী দেবী, চেরারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমিতা রাণী দেবী, পরিবার কল্যাণ সহকারি মনিকা রাণী দেবী, পূর্ণিমা রাণী দেবী, শৈব যোগী সংঘ সিদ্ধেশ্বরপুর শাখার সভাপতি বিশ্বজিৎ দেবনাথ, সাধারণ সম্পাদক বিকাশ দেবনাথ, যোগীবিল শৈব যোগী সংঘের সহসভাপতি অরবিন্দ দেবনাথ, অন্তরা রাণী দেবী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদের আলোকে জীবন গঠন করার গুরত্বারোপ করেন। সভার সভাপতি ডা: শ্রীনিবাস দেবনাথ বলেন, বেদই প্রধান ধমগ্রন্থ। আর যোগই প্রধান সাধনা। যারা যোগাভ্যাস করেন এবং বৈদিক মতে চলেন, তারাই যোগী, তারাই শ্রেষ্ঠ।
দিনব্যাপী নানা অনুষ্ঠান শেষে সকলের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়।