
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে চলন্ত বাসে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার বেলা ১১টায় প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, স্বাধীনতা নার্সেস অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশ থেকে খুন, ধর্ষণ, নির্যাতন বন্ধে এসবের উৎস মদ, জুয়া ও পর্নোগ্রাফি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ারও দাবি জানানো হয়।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার সদস্য আলো বেগমের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন- জেলা দফতর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, সদস্য শাপলা রায়, স্বাধীনতা নার্সেস অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি ফোরকান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স আমিনা খাতুন, নার্সিং অফিসার সাহিদুর রহমান সাজু, স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি তারেক ইসলাম ও সদস্য সালমা আক্তার প্রমুখ।