ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ সদরের ইনাতাবাদে বৃহস্পতিবার রাতে বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মিলন মিয়া উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন মিলন মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।